হাসনাত ও তাহমিদকে ছাড়ুন, নয়তো অভিযুক্ত করুন: এইচআরডব্লিউ

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

হাসনাত ও তাহমিদকে ছাড়ুন, নয়তো অভিযুক্ত করুন: এইচআরডব্লিউ

HRWগুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর উদ্ধার করা দুই জিম্মি হাসনাত করিম ও তাহমিদ খানকে ছেড়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে গেলেও এখন পর্যন্ত ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়নি বা অভিযুক্তও করা হয়নি বলে দাবি করেছে সংস্থাটি।

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছে সংস্থাটি।

তাদের দাবি, গুলশান হামলার পরদিন সকালে কমান্ডো অভিযানে হামলাকারীদের হাতে আটক ১৩ জনকে মুক্ত করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে হাসনাত করিম (৪৭) ও তাহমিদ খান (২২) ছাড়া বাকিদের ৩ জুলাই ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে দুইজনের পরিবার তাদের ব্যাপারে কোনও খবর পাচ্ছে না। হাসনাত ও তাহমিদের জন্য পরিবারের পক্ষ থেকে কাপড় ও ওষুধ পাঠানো হলেও এসব তাদের কাছে পৌঁছেছে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল