হাসপাতালে চিকিৎসাধীন আরিফকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

হাসপাতালে চিকিৎসাধীন আরিফকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব

সদ্য কারামুক্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার দুপুরে বিএনপি মহাসচিব সেখানে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন।

bnppo তিনি বেশ কিছু সময় হাসপাতালে অবস্থান করেন। তিনি আরিফের চিকিৎসকের সঙ্গেও কথা বলেন। আরিফ ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালের ৫২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। তিনি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামানের তত্ত্বাবধানে আছেন।
এর আগে গত শুক্রবার রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অনেকেই তাকে দেখতে যান। এসময় আরিফের স্ত্রী শামা হক ও আব্দুর রকিব চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল