হিন্দু নির্যাতনকারী আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিতে পুলিশ সুপারের পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৬

হিন্দু নির্যাতনকারী আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিতে পুলিশ সুপারের পুরস্কার ঘোষণা

যশোরের চৌগাছা উপজেলার হিন্দুদের নির্যাতনকারী পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান awও আওয়ামী লীগ নেতা শাহিন রহমানকে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন যশোরের পুলিশ সুপার আনিচুর রহমান ।

তার অত্যাচারে পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী, হাউলি, মালিগাতিও রাণিয়ালী গ্রাম থেকে অসংখ্য হিন্দু পরিবার ভারতে পাড়ি জমিয়েছে। এসব খবর শীর্ষ নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে পুলিশ প্রশাসন শাহিনসহ ৭ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে। এর মধ্যে একজন আসামিকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

শুক্রবার যশোরের পুলিশ সুপার আনিচুর রহমান ঘোষণা করেন আসামি শাহিন রহমানকে আটকের ব্যাপারে কেউ সাহায্য করলে তাকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আজ শুক্রবার যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। পুলিশ সুপার জানিয়েছেন ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেনকে। অন্য দুই সদস্য হলেন, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা ও গোয়েন্দা কর্মকর্তা রফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল