হিলারিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া! ম্যানহাটনের উৎসবে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

হিলারিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া! ম্যানহাটনের উৎসবে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ

14874971_10209334294347649_545451979_n-696x493২৬ অক্টোবর ২০১৬, বুধবার: ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন কে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান শওকত মাহমুদ।

যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পুরো আমেরিকায়এখন থমথমে অবস্থা। হিলারি ক্লিনটনের জন্মদিন উপলক্ষে গত সোমবার (২৪ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে এক উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।

তিনি হিলারি ক্লিনটন কে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক বিশিষ্ট রাজনীতিক ব্যবসায়ী, চলচ্চিত্র তারকা ও লেখক বৃন্দ উপস্থিত ছিলেন।হিলারি ক্লিনটনকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শওকত মাহমুদ।

হিলারি ক্লিনটন তাঁর নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।

ফেসবুকে সিলেটের দিনকাল