সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৬
কথা সাহিত্যিক মৃত হুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যা পিঠে জঙ্গি হামলার আশঙ্কায় থানায় জিডি করেছেন স্কুল কর্তৃপক্ষ।
সম্প্রতি স্কুলে আসা অজ্ঞাত এক পাগল এবং রহস্যজনক আচরণ করা অজ্ঞাত দুই ব্যক্তিকে ঘিরে বিদ্যাপীঠটির শিক্ষকসহ এলাকাবাসীর মাঝে এই জঙ্গি আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে গত ১৩ জুলাই কেন্দুয়া থানায় জিডি করা হয় (জিডি নং: ৪৭৮)।
বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃআসাদুজ্জামান জানান, রমজান মাসের শেষের দিকে কথা সাহিত্যিক মৃত হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গনে অজ্ঞাত পরিচয় এক মধ্য বয়সী পাগল লোক আসে। তাকে তাড়ালেও এখান থেকে যেতে চায় না এবং কারো সাথে কথা বলে না। পাগল ভেবে কেউ আর কিছু বলেনি।
এ অবস্থায় গত ১০ জুলাই অজ্ঞাত পরিচয় দুইজন যুবক এসে পাগলের সঙ্গে কথা বার্তা বলে এবং কুতুবপুর গ্রামের আ: সালাম, আলী হোসেন, আল আমিনসহ গ্রামের বেশ কিছু লোকের কাছে ঐ দুইজন জানতে চায় হুমায়ূন আহমেদ স্যার নামাজ পড়তেন কিনা, মসজিদে দান খয়রাত করতেন কিনা, ইসলাম ধর্মীয় কাজে সম্পৃক্ত হতেন কিনা, ইত্যাদি।
এক পর্যায়ে স্কুলের পাশের শিক্ষকদের বসার ঘরে গিয়েও জিজ্ঞাসাবাদ করে।
পরিচয় জানতে চাইলে কৌশলে পরিচয় না দিয়েই চলে যায় তারা। এতে সন্দেহ হলে গত ১৩ জুলাই থানায় জিডি করা হয়।
তিনি আরও জানান, আগামী ১৯ জুলাই হুমায়ূন স্যারের চতুর্থ মৃত্যুবাষিকী পালনের প্রস্তুতি চলাকালে সন্দেহ ভাজনদের এ আচরণ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd