হুম্মাম কাদের চৌধুরীর পর এম ইলিয়াস আলী

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৭

হুম্মাম কাদের চৌধুরীর পর এম ইলিয়াস আলী

ডেস্ক সংবাদ: বিএনপির নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী পর এবার এম ইলিয়াস আলীর পালা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড কার্যকর হওয়া বিএনপির নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে পাওয়া গেছে। বুধবার রাতে ধানমন্ডির মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে পাওয়া যায়। বিএনপি ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত ৫ আগস্ট একটি মামলায় হাজিরা দেয়ার পর থেকে নিখোঁজ ছিলেন হুম্মাম কাদের। বিএনপি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার থেকে অভিযোগ করা হচ্ছিল, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বৃহস্পতিবার ছাত্রদলের একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ¤হু§াম কাদের চৌধুরীর ছবি প্রকাশ করে। ট্রাউজার পড়া হুম্মামের ছবিতে দেখা যায়, তিনি নিখোঁজ হওয়ার পর তার চুল অনেকটাই বড় হয়েছে। তার দাঁড়িও আগের তুলনায় বড় হয়েছে। তবে তা বেশ যতœ করেই ছাঁটা। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা শুকনো দেখা গেছে।
তবে বিএনপি ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কেউ এ বিষয়ে মিডিয়ায় কথা বলতে অনীহা প্রকাশ করেছেন। সালাহ উদ্দিন কাদের চৌধুরীর পরিবারের দাবি, গত বছরের আগস্টে হুম্মাম ঢাকার আদালত পাড়া থেকে ‘নিখোঁজ’ হন।
এই নিয়ে সিলেটবাসী নতুন করে দেখছেন আশার আলো হুম্মাম কাদের চৌধুরী ফিরে এসেছেন এবার সিলেটবাসীর জনপ্রিয় নেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সংগ্রামে সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ফিরে আসার প্রত্যাশা নিয়ে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি লোকমান আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন যা নি¤েœ তুলে ধরা হলোঃ

হুম্মাম কাদের ফিরিয়ে এসেছেন,প্রিয় নেতা ইলিয়াস ভাই ও একদিন ফিরিয়ে আসবেন হাসিনার বন্দী শালা ভেংগে এটা আমাদের বিশ্বাস

এছাড়াও অনেকে এম ইলিয়াস আলীর ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল