১০ মামলার সাজা ও ওয়ারেন্টভুক্ত গোলজার গ্রেফতার

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

১০ মামলার সাজা ও ওয়ারেন্টভুক্ত গোলজার গ্রেফতার

PIC --06-08-2016নগরীতে ১০টি ওয়ারেন্ট মামলার আসামী দিল্লিল গুলজার (৪০) কে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। কোতোয়ালী থানার এস.আই ফজলে আজিম পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নগরীর আম্বরখানাস্থ বিএম টাওয়ারের ৭ম তলা থেকে গ্রেফতার করে দিল্লিল গুলজার কে। গ্রেফতারকৃত আসামী নগরীর ১০৪ দিশারী হাওয়াপাড়া এলাকার মৃত আবুল বশর গোলজারের পুত্র। দিল্লিল গুলজারকে পুলিশ আদালতে সোপর্দ করিলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তার নামে অনেক ৪টি সাজা পরোওয়ানা, ১টি জিআর মামলার পরোওয়ানা ও ৪টি সিআর মামলার পরোওয়ানা থাকার কারনে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ওয়ারেনন্টভুক্ত মামলাগুলো হল- দায়রা মামলা নং- ৫৫৫/১৩, ১১৬/১৪, ১৫৮৫/১৩ ৪৯০/১৪, শাহপরান সিআর মামলা নং ১৩২/১৪, দায়রা মামলা নং- ৮৬৪/১৫, জিআর মামলা নং ৭১১/১৪, দায়রা মামলা নং ৪৭০/১৫, ৬৭১/১৫, সিআর মামলা নং ৩৯৫/১৩।

ফেসবুকে সিলেটের দিনকাল