১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর চারাদিঘীর মজলিস আমীন এলাকায় মসজিদে কথাকাটাকাটির জের ধরে তাবলিগ জামাতের সাবেক আমীরের বাসায় হামলায় চালিয়ে প্রতিবেশি বাসার লোকজন। চারাদিঘীর পারের আল আমীন ৬৭ নম্বর আছাদ আহমদের (৪২) অন্ত:স্বত্তা স্ত্রী সুলতানা বেগম (৩৫) আহত হয়েছেন। আহত অন্ত:স্বত্তা সুলতানা দীর্ঘ ১৩ বছর পর সন্তানের সুসংবাদ পেয়েছিলেন।
এই দম্পতির অনাগত সন্তান নিয়ে দেখা গেছে সংশয়। তারা আলট্রাসনোগ্রাফ পরীক্ষা করিয়েছেন। এখনো রিপোর্ট হাতে এসে পৌঁছেনি। ওই ঘটনায় তার স্বামীও আহত হন।
শনিবার সন্ধ্যার পর এ ঘটনাটি ঘটে। আহত সুলতানা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজের পর শিশুদের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি মসজিদের লোকজন মীমাংসা করে দেন। পরে এর জেরধরে কিছুক্ষণ পর চারাদিঘীর পারের তাবলিগ জামায়াতের সাবেক আমীর মৃত আবদুল ওয়াহিদের তৃতীয় ছেলে আছাদ আহমদের (৪২) বাসায় দলবল নিয়ে হামলা চালায় পাশ্ববর্তী ৬৩ নম্বর বাসার হাবিব উল্লাহ মিয়ার ছেলে দুলাল আহমদ (৩৫)।
দুলালের ভাই জলিল, হেলাল, সামু, আলালসহ ১০/১২ জন আসাদ মিয়ার বাসায় হামলা করে। তারা দরজায় লাথি দিয়ে ভেঙ্গে ভিতরের ঘরে গিয়ে আসাদ মিয়াকে হামলা করতে ঔদ্ধত হয়।
এসময় তার অন্ত:স্বত্তা স্ত্রী সুলতানা বেগম (৩৫) বাধা দেন। তখন হামলাকারীরা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। ৮ মাসের অন্ত:স্বত্তা জেসমিন গুরুতর আহত হন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D