১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৬
দীর্ঘ ১৪ বছর পর পূর্ণাঙ্গ কমিটির দেখা পেলো শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রবিবার (৮ এপ্রিল) রাতে ১৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
চলমান ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের তিন বছর পর কমিটি পুর্নাঙ্গ হলেও এর আগের ১১ বছরের ইতিহাসে পুর্নাঙ্গ রুপ পায়নি বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার কমিটি।
ছাত্রলীগ সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১ টায় স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির লিস্ট নিয়ে শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং সাধারণ সম্পাদক ইমরান খান বিশ্ববিদ্যালয়ে আসছেন এমন খবরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভীড় জমায়।
পরবর্তীতে গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সাধারণ সম্পাদক ইমরান খানের পরিচালনায় এবং সভাপতি পার্থের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি অঞ্জন রায়, ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাস প্রমুখ।
সাধারণ সম্পাদক ইমরান খান পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে শাবি ছাত্রলীগের কার্যক্রম আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে সঞ্জীবন চক্রবর্তী বলেন, কর্মীরাই ছাত্রলীগের প্রাণ। নেতা নয় বরং কর্মী হয়েই সবাইকে চলার আহ্বান জানান তিনি। এছাড়া আগামীকাল আনুষ্ঠানিকভাবে কমিটিতে স্থানপ্রাপ্ত নেতাকর্মীদের নাম ঘোষণা করে হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৮ মে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর দীর্ঘ তিনবছরে অভ্যন্তরীণ সমস্যা ও নিজেদের মধ্যে কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি শাবি ছাত্রলীগ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D