১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শুক্রবার নগরীর জেল রোড পয়েন্টে এক আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
১৬নং ওয়ার্ড আ’লীগ নেতা আবুল কাহিরের সভাপতিত্বে ও ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইবনে আনিছ মাসুক বলেন, বিশ্বে যুগে যুগে বিভিন্ন দেশে অনেক বরেণ্য নেতা জন্ম নিয়েছেন। তাঁরা সকলেই নেতৃত্বের নানা গুণে গুণান্বিত। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মত হৃদয়বান ও মানবিক নেতৃত্ব খুবই বিরল। রাজনীতির মূল কথা ক্ষমতা ও সরকার গঠন হলেও, বঙ্গবন্ধুর ক্ষেত্রে তা ছিলো স্বতন্ত্র। তিনি ক্ষমতার চেয়ে মানুষের ভালবাসাকে সর্বোচ্চে স্থান দিয়েছেন। শত্রু-মিত্র নির্বিশেষে তাঁর দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল দেশ ও মানবপ্রেম। তাঁকে হত্যার ফলে জাতি যে সম্পদ হারিয়েছে তা কোনোদিন পূরণীয় নয়। মানবকল্যাণে উৎসর্গকৃত বঙ্গবন্ধু চিরদিন মানুষের হৃদয়েই চিরঞ্জীব হয়ে থাকবেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ড আ’লীগ নেতা পীর আহমদ হান্নান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আমিনুল হক সুমিত, ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল মোমিন, মির্জা শাহীন, সঞ্জিত কর, আব্দুল কুদ্দুছ, বিপ্লব পাল, মৃদুল সেন, মো. মতিন মিয়া, রফিক মিয়া, শেখ নাসির, সাজ্জাদুর রহমান সাজু, উজ্জল আহমদ, পারভেজ আহমদ, পাবেল আহমদ, এমরান আহমদ, সামাদ মিয়া, আবিদ আলী, সবুজ মিয়া, সুহেল আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D