১৬ জুলাই লন্ডন বিএনপির প্রতিনিধি দল

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৬

১৬ জুলাই লন্ডন বিএনপির প্রতিনিধি দল

BNP-logo_0 copyবাংলাদেশ নিয়ে এক আলোচনায় যোগ দিতে আগামী ১৬ জুলাই লন্ডন যাচ্ছে বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল।  ১৯ জুলাই এ আলোচনা অনুষ্ঠিত হবে ব্রিটিশ হাউস অব লর্ডসে।

বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে বলেন, হাউস অব লর্ডসের ওই আলোচনায় বাংলাদেশের মানবাধিকারসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল