৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের চার জেলার তিনটিতেই একদিনে ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জ জেলার ১৮ জন এবং হবিগঞ্জ জেলার ৮ জন।
তিনি বলেন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআই ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের সবাই সিলেটের বাসিন্দা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়। তারা সবাই সুনামগঞ্জের এবং ঢাকা রোগতত্ত্ব বিভাগ থেকে হবিগঞ্জের ৮ জন আক্রান্তের তথ্য এসেছে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, এদিন মেডিক্যাল কলেজের পিসিআই ল্যাবে ১৮৪ জনের মধ্যে ৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ রয়েছেন।
ডা. আনিসুর রহমান আরো বলেন, সিলেট জেলার আক্রান্তদের মধ্যে কানাইঘাট উপজেলার ৭ জন, গোলাপগঞ্জের ৮ জন, বিশ্বনাথের ১ জন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ৭ জন, শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জন এবং বাকিরা সিলেট সদর উপজেলার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভাগের চার জেলায় এ পর্যন্ত ৮৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সর্বাধিক সিলেট জেলায় ৪৩৬ জন। এছাড়া সুনামগঞ্জে ১৩১ জন, হবিগঞ্জে ১৭২ ও মৌলভীবাজারে ৯৭ জন। এদের মধ্যে ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন।
ঈদের পর করোনার রেকর্ড ছোবল পড়তে শুরু করেছে সিলেটে। এর আগে বৃহস্পতিবার একদিনে সিলেটের দুইটি ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪২ জন ও শাবিপ্রবির ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিক্যাল কলেজে আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। শাবিতে শনাক্ত ৬ জন সুনামগঞ্জের। সিলেট জেলায় আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ ও সাংবাদিক ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D