২রা অক্টোবর রবিবার সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

২রা অক্টোবর রবিবার সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান

sylhet-city-bnp-p২৫ সেপ্টেম্বর ২০১৬, রবিবার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের উদ্যোগে এক জরুরী সভা (২৫ সেপ্টেম্বর) রোববার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। তন্মধ্যে সংগঠনকে গতিশীল প্রাণবন্ত করে তোলার লক্ষ্যে আগামী ২রা অক্টোবর বিকেল ৩টায় স্থানীয় দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তন (সোলেমান হলে) এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এতে সংগঠনের ২৭টি ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক ও আহবায়ক/ যুগ্ম আহবায়কদের উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো হয়। অপর এক প্রস্তাবে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জি কে গৌছ ও মহানগর বিএনপির যুগ্ম সাবেক যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেকের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।
সভায় মহানগর বিএনপির পুর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই গঠন করার ব্যাপারে সভায় ঐক্যমত পোষন করা হয়। এ ব্যপারে জাতীয় কাউন্সিলের গৃহিত নতুন গঠনতন্ত্রের কপি সংগ্রহ করে সে অনুসারে পুর্ণাঙ্গ কমিটি সাজানোর সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, মিফতাহ সিদ্দিকী, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির শাহিন, আহাদুস সামাদ চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আব্দুস সত্তার, আব্দুর রহিম, মাহবুব চৌধুরী, মুফতি নেহাল উদ্দিন, রেজাউল করিম আলো, আব্দুল জব্বার তুতু, ডা. নাজমুল ইসলাম, হুমায়ুন আহমদ মাসুক, মুকুল মোর্শেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল