২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

২০১৭ সালে সরকারি ছুটি ২২ দিন

নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১০ দিন পড়েছে শুক্র ও শনিবার।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানান, আগামী ইংরেজি বছরে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। অপরদিকে নির্বাহী আদেশে ছুটি থাকবে আটদিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল