সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৬
‘২০২৪ সালের পর দেশে কোনো গরীব থাকবে না’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘লন্ডন ১৯৭১; অালোকচিত্র প্রদর্শনীর’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে আমরা অনেক বিষয় সুপ্রতিষ্ঠিত করেছি। যেমন দেশে এখন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, নির্বাচন ব্যবস্থাও সুপ্রতিষ্ঠিত। তবে অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে আমরা এখনও সুপ্রতিষ্ঠিত হইনি। এক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে। ২০৩০ সাল লাগবে না তার আগেই এ দেশ থেকে গরীব বিদায় হবে। ২০২৪ সালে বাংলাদেশে কোনো গরীব থাকবে না। ২০২৪ সালের পর ৭ থেকে ১৪ শতাংশ গরীব মানুষ যেমন, প্রতিবন্ধী, বৃদ্ধ মানুষ, অথর্ব তারাই রাষ্ট্রের উপর নির্ভর করবে।
বর্তমানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি অনেকটা কমে এসেছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে অনেকের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের ইতাহাস বিকৃতি থেকে আমরা অনেকটা মুক্তি পেয়েছি। এটা একটি ভালো দিক। এতে করে আমরা সঠিক ইতিহাস জানতে পারবো।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী অাসাদুজ্জামান নূর বলেন, অবহেলা বা পরিস্থিতি শিকার হয়ে মুক্তিযুদ্ধের অনেক চিহ্ন হারিয়ে আমরা ফেলেছিলাম। ২৫ বছর পর মুক্তিযুদ্ধ জাদুঘর করার পর দেখা গেলো মুক্তিযুদ্ধের অনেক নির্দেশন পাওয়া যাচ্ছে না। তবে এখন মুক্তিযুদ্ধের অনেক নির্দেশন পাওয়া যাচ্ছে। যেমন, লন্ডন ১৯৭১। এটা অামাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অারো সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার অালম, সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, লন্ডন ১৯৭১ উদ্যোক্তা ও সমন্বয়কারী উজ্জ্বল দাশ, ফজলুল কবির তুহিন প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd