সিলেট ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে নতুন পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব কথা বলেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, করোনায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। আক্রান্ত বাকিদের মধ্যে কেউ কেউ নিজ নিজ বাড়িতে আইসোলেশনের আছেন। বেশিরভাগই আছেন রাষ্ট্রীয়ভাবে আইসোলেশনে।নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন বিদেশ থেকে এসেছেন। তিনজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই পুরুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪।
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা গেছে। এ পর্যন্ত সর্বমোট ৯২০ জনের নমুন পরীক্ষা করা হলো।’
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন সুস্থ হয়ে উঠেছেন। ফলে এই ভাইরাসে আক্রান্ত মোট ১১ জন সুস্থ হয়ে উঠলেন। এছাড়া পাঁচজন মারা গেছেন। আর বাকিরা হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন। ’
সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, ‘আগে কেবল আইইডিসিআরেই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হতো। এখন জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ও ঢাকা শিশু হাসপাতালেও একই পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া চট্টগ্রামেও এই পরীক্ষা শুরু হয়েছে। ফলে এখন আমরা আগের চেয়ে বেশি নমুনা পরীক্ষা করতে পারছি। এছাড়া বিভাগীয় পর্যায়েও করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে।’
তিনি বলেন, জ্বর হলেই ভাববেন না করোনা হয়েছে। আইইডিসিআর ছাড়াও স্বাস্থ্যবার্তায় কল করলে পরামর্শ পাবেন। আইইডিসিআর ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানে পিসিআর পদ্ধতিতে পরীক্ষা চলছে। আরও প্রসারিতভাবে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এখন হাসপাতালই নমুনা সংগ্রহ করে পাঠাবে।
করোনাভাইরাস প্রতিরোধে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন আইইডিসিআর পরিচালক। তিনি বলেন, ‘আমাদের সবাইকে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। অপরিষ্কার হাতে নাক-চোখ-মুখ স্পর্শ করবেন না। আপনারা ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন। করমর্দন বা কোলাকুলি করবেন না। যে সামাজিক বিচ্ছিন্নতাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো সঠিকভাবে অনুসরণ করুন।’
তিনি আরও বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছেন তাদের নমুনা পরীক্ষা করেছিলাম। পাশাপাশি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরও করেছিলাম। নিউমোনিয়ায় যারা ভুগছেন তাদেরও নমুন পরীক্ষা করা হয়েছে। এখন থেকে আর সেটা করবো না। এখন থেকে হাসপাতাল নমুনা সংগ্রহ করবে। তারা আইইডিসিআরে পাঠাবে আর আমরা পরীক্ষা করব।’
এখন থেকে জেলা পর্যায়ে হটলাইন নম্বর দেওয়া হচ্ছে বলেও জানান ড. সেব্রিনা ফ্লোরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd