সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬
দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ দোকানপাঠ উচ্ছেদ না করলে আগামী ২৭ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার বিকেল সাড়ে ৪টায় টার্মিনালস্থ মালিক সমিতির কার্য়ালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক মমিতির সভাপতি আলহাজ্ব জমির আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের পরিচালনায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ বাস টার্মিনাল লিজের নামে বিভিন্ন ব্যক্তি সিলেট সিটি কর্পোরেশনের নীতিমালা অনুসরণ না করে পরিচালনা করে আসছে। বর্তমান লিজ কর্তৃপক্ষ টার্মিনাল পরিচালনায় আসার পর থেকে টার্মিনালের ভেতরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে গাড়ি পার্কি এবং যাত্রীদের চলাফেরায় মারাত্মক বিঘœ ঘটছে। টার্মিনালের ভেতরের বাথরুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি বার বার মৌখিক ও লিখিতভাবে সিটি কর্পোরেশন কতৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা বলেন, আগামী ২৬ আগস্ট মঙ্গলবারের মধ্যে বাস টার্মিনাল সংস্কার এবং অবৈধ দোকানপাঠ উচ্ছেদ না করলে আগামী ২৭ আগস্ট বুধবার থেকে সিলেটের সর্বস্তরের পরিবহণ মালিক-শ্রমিক অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট পালন করবে।
সভায় সিদ্ধান্ত হয় ৪টি দাবি নিয়ে আগামীকাল ১৪ আগস্ট (আজ) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর সকাল ১০টায় স্মারকলিপি প্রদান করা হবে। দাবীগুলো হচ্ছে, ২৬ আগস্টের মধ্যে টার্মিনাল সংস্কার ও সকল অবৈধ দোকানপাঠ উচ্ছেদ, টার্মিনালের বাথরুম ব্যবহারের উপযোগী করা, টার্মিনালে ড্রেন, কালভার্ট নির্মাণসহ প্রয়োজনীয় সুইপার নিয়োগ এবং টার্মিনালের ভেতরে লাইট পোস্ট স্থাপন করতে হবে।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. হাবিব হোসেন, সহসভাপতি আব্দুল মজিদ বুলন, আব্দুর রহিম, মো. সামসুদ্দিন, নজরুল ইসলাম ফুল মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল মান্নান, আজিজুর রহমান চৌধুরী, শেখ সুরুক মিয়া, আব্দুল মান্নান, মহাসচিব মো. আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক বাহা উদ্দিন, মো. হিরন মিয়া, এমরান হোসেন জুনু, কয়ছর আহমদ মাখন, রুয়েল আলম রুহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুর করিম ফজলু, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবির পলাশ, অর্থ সম্পাদক আনিছুজ্জামান জোয়াহির, দপ্তর সম্পাদক আব্দুর রকিব, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক, কার্যকরী সভাপতি তেরা মিয়া, সহসভাপতি শাহ জামাল, সহসাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, কার্যকরী সদস্য আতাউর রহমান সেলিম, সুয়েব আহমদ, লিটন আহমদ, হারিছ আলী, মখবুল হোসেন বাদল প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd