৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২
আল-মুক্তাকিম কবির সোহান :: বিপিএলে বল টেম্পারিং করার ঘটনায় শাস্তি পেলেন রবি বোপারা। সিলেট সানরাইজার্সের এই ইংলিশ অলরাউন্ডারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে বিপিএল কমিটি।
তবে বোপারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন। সেক্ষেত্রে তার সাজা কমতে পারে। নিষেধাজ্ঞার বদলে ম্যাচ ফির ৭০ শতাংশ জরিমানা দিয়ে বেঁচে যেতে পারেন তিনি।
এর আগে গতকাল সোমবার প্রথমবার অধিনায়ক হিসেবে সিলেটের জার্সিতে নামেন বোপারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই বল টেম্পারিং করেন তিনি। ম্যাচের নবম ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলার সন্দেহ জাগায় বোপারার কাছ থেকে বল চেয়ে নেন।
টিভি রিপ্লেতে দেখা যায়, বাম হাত দিয়ে বল আড়াল করে ডানহাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাঝা করছিলেন বোপারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি দুই আম্পায়ারের নজরে আসে। বলের আকৃতির পরিবর্তন কিংবা বল নরম হয়ে যাওয়ায় নতুন বল চেয়ে নেন আম্পায়াররা। সঙ্গে সিলেটের শাস্তিতে খুলনার স্কোরবোর্ডে জমা হয় ৫ রান।
মাঠে বোপারা আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। দুই হাত তুলে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। সিলেটের বাকি খেলোয়াড়দের চোখে মুখেও তখন উৎকণ্ঠা। নতুন বল নিয়েও বোপারা আড়াল করে বোলিং করেছেন। যা তার স্বাভাবিক বোলিং অ্যাকশন। ম্যাচটি অবশ্য তার দল হেরে যায় ১৫ রানে।
বিপিএলে ২০১৩ সাল থেকে নিয়মিত খেলছেন রবি বোপারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৬৬ ম্যাচ খেলেছেন তিনি। তবে এবার তার দল সিলেট আছে পয়েন্ট তালিকার একদম শেষে।
সাকিব আহমেদ /০৮ ফেব্রুয়ারি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D