৪৪ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৬

৪৪ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজারের উখিয়ার পালংখালী এবং তুমব্রু সীমান্ত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪৪ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন ৩৪ বিজিবির পরিচালক ইমরান উল্লাহ সরকার।

তিনি জানান, ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে। এ পর্যন্ত সর্বমোট ২০৪ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকানো হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি রয়েছে বলেও তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল