৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

tofayel৫ সেপ্টেম্বর ২০১৬, সোমবার: ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণে চামড়া ব্যবসায়ীদের নির্দেশ দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আপনারা ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনা করে চামড়ার দাম ঠিক করে আমাদের অবহিত করবেন এবং বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবেন। বাস্তবসম্মত দাম ঠিক করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

সোমবার বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

তোফায়েল আহমেদ আরো বলেন, চামড়া নিয়ে সরকার কাউকে সিন্ডিকেট করতে দেবে না। জনগণ যাতে চামড়ার ন্যায্য মূল্য পায় এবং চামড়া ব্যবসায়ীরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য কাঁচা চামড়ার মূল্য নিধারণ করা দরকার। নাহলে ক্রেতা, ব্যবসায়ী ও ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু রয়েছে। কোরবানিযোগ্য গবাদি পশু এক কোটি চার লাখ। আর স্বাস্থ্যসম্মত উপায়ে মোটাতাজা করা গরু রয়েছে ৩৩ লাখ।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ মামুন, ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, ব্যবসায়ী নেতা মহিউদ্দিন আহমেদ, সাহাদাত উল্লাহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল