৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৬
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সারাদেশে কালো পতাকা মিছিল ও ব্যাজ ধারণ করবে বিএনপি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সারাদেশের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।
একইসঙ্গে ৭ জানুয়ারি (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও পুনব্যক্ত করেন বিএনপির এ নেতা।
বিএনপিকে ৫ জানুয়ারি রাস্তায় নামতে দেয়া হবে না -আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা যে ক্ষমতায় এসেছে তা আবারও জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। হানিফের এমন বক্তব্য গণতন্ত্র হত্যার দৃষ্টান্ত।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনটিতে অংশ নেয়নি বিএনপি। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ওই দিনটিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেব পালন করে আসছে দলটি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D