সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
নিজস্ব প্রতেবেদক ::
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ৭২ ঘন্টার পর কর্মবিরোতি প্রত্যাহার করেছে সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭, সিলেট জেলা অটোরিক্সা/অটোটেম্পু শ্রমিক জোট রেজিঃ নং-চট্ট-২০৯৭ ও সিএনজি চালিত মালিক সমিতির নেতৃবৃন্দ। বুধবার (২৩ ডিসেম্বর রাতে) দক্ষিণ সুরমা বাবনাস্থ সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর প্রধান কার্যালয়ে সকল উপ পরিষদের নেতৃবৃন্দ ও মালিক সমিতির নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত জানান।
নেতৃবৃন্দ বলেন, সি.এন.জি চালিত অটোরিক্সা পরিবহণ শ্রমিকরা দাবি আদায়ে যে কঠোর পরিশ্রম করেছেন তা প্রশাসন মেনে নিয়েছে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন যে, আমাদের ৫ দফা ন্যায্য দাবি তারা মেনে নিবেন। আগামীকাল থেকে আপনারা আবারো সাধারণভাবে সি.এন.জি চালিত অটোরিক্সা চালাবেন। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে পরিবহন শ্রমিকদের কর্মবিরোতি প্রত্যাহার করা হলো। যদি আবারো এ ধরনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমরা আবারো আন্দোলনে যেতে দিধাবোধ করবো না নেতৃবৃন্দ বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমে ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন হতে চলেছে। এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি শাহ দেলওয়ার হোসেন, সম্পাদক আনার হোসেন, লেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল খালিক, রাজা আহমদ রাজা, এম. বরকত আলী, এমাদ উদ্দীন, মুহিবুর রহমান এপল, লিটন আহমদ, রফিকুল ইসলাম, সদস্য মো. আব্দুর রহিম, তিতাস খান, সিলেট জেলা অটোরিক্সা/অটোটেম্পু শ্রমিক জোট রেজিঃ নং-চট্ট-২০৯৭ এর সভাপতি খলিল খান, কার্যকরি সভাপতি মো. মতচ্ছির আলী, শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম মিয়া, ওহীদ মিয়া, সুরুজ মিয়া, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd