৯ মামলায় খালেদা জিয়ার জামিন, ৩ মামলায় হাজিরা

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

৯ মামলায় খালেদা জিয়ার জামিন, ৩ মামলায় হাজিরা

bagum kahalada ziaনয়টি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে তিনি এ নয় মামলায় জামিন আবেদন করেছিলেন। মামলার শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহের মামলার অপরাধ আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে জামিন দিয়েছেন। দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার আটটি মামলায় জামিন পেয়েছেন তিনি।
পরে খালেদা জিয়া বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হাজিরা দেন। এ মামলায় পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে আদালত। এছাড়া নাইকো দুর্নীতি মামলায়ও হাজিরা দেন তিনি। এ মামলার পরবর্তী শুনানি ১০ই অক্টোবর নির্ধারণ করে আদালত। সিএমএম কোর্টের আরেকটি মামলায় হাজিরা দিয়ে জামিন নিয়েছেন খালেদা জিয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল