‌”ভুল করলে ক্ষমা করবেন, ভালো করলে দোয়া করবেন‌”

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

‌”ভুল করলে ক্ষমা করবেন, ভালো করলে দোয়া করবেন‌”

যুগ্ম সচিব পদে প্রমোশন পেয়েছেন তিনি। জেলা পরিষদ নির্বাচনের পরেই নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন। ফলে আর হয়তো সিলেটের বিশিষ্টজনদের সাথে এমনভাবে বৈঠকে নাও বসতে পারেন। এজন্য সিলেটবাসীর উদ্দেশ্যে বলে গেলেন, ‘ভুল করলে ক্ষমা করবেন, আর ভালো করলে দোয়া করবেন।’

মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে ‘জাফলং সংরক্ষণ: প্রয়োজন আইনের সুষ্ঠু প্রয়োগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

বক্তব্যে তিনি বলেন, সিলেটে যোগদানের পর জাফলংয়ের প্রতিবেশ রক্ষায় ব্যাপক কাজ শুরু করেছিলেন। কিন্তু নানা কারণে তাকে থমকে যেতে হয়েছে।

এছাড়া জাফলংয়ে আলাদা ক্রাশার জোন গঠনের পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর পরে ছাড়পত্র না পাওয়ায় জমি অধিগ্রহণের পরেও তা নির্মাণ করা যায়নি। তবে এখন  ব্যক্তি উদ্যোগে কেউ জায়গা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতেই মূল প্রবন্ধ পাঠ করেন বেলা সিলেট-এর বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: নূরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম, সিলেট জেলা মৎস কর্মকর্তা সুলতান আহমদ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. শারফ উদ্দিন, জাফলং এর ৩নং পুর্ব চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান লেবু, পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক পারভেজ আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, আইডিয়ার নির্বাহী পাবলিক অফিসার নজমূল হক, বিভিন্ন গ্রামের ভিলেজ কনজারভেশন ফোরাম (ভিসিএস) এর সদস্য, সাংবাদিক, এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল